বনিতা,  
কেমন আছো তুমি? ভালো আছো?
জানি খুব ভালো আছো!  
তবুও জানাবে কেমন আছো,-
আচ্ছা! আমি কেমন আছি তোমার মন কি কখনো জানতে চেয়েছে?
থাক ওসব কথা আর নাইবা বললাম।
জানো এখন অনেক রাত, কোথাও নেই কোন জনমানবের কোলাহল।
জ্যোৎস্না রাতের লোভনীয় চাঁদের মতো তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে,-
জানো,-দিনভরা প্রতিশ্রুতি গুলো মাকড়শার মতো অবিরাম বুনে যাচ্ছে জাল!
সায়াহ্নের শীতে তুমি কেঁপে ওঠো আমার শরীরে    
দেখোনা মেঘ গুলো কেমন চাঁদটি ডেকে রাখছে, ঠিক যেমন তুমি করতে।  
দেখো নিশুতি রাতে প্রকৃতি কেমন ঘুমিয়ে আছে আপন নীড়ে,
শুধু জেগে আছি আমি, সন্ধ্যা তারার মতো!
তোমার নকল দন্তের হাসি কেবল চোখের সামনে ভাসে!
তুমি ফিরে আসো আমায় ঘুমপাড়ানি গান শোনাতে।  
আচ্ছা তুমিও কি জেগে আছো?
না না! এটা তোমাকে নয়, আমিই আমাকে প্রশ্ন করেছি-
আমার চোখের ঘুম কেরে নিয়ে, আজ তোমার অনেক ঘুম!
তোমার সুখের রাজ্যে নিদ্রায় বিভোর।  
বনিতা- বনিতা- বনিতা---
না ভয় পেওনা, তোমার ঘুম কেড়েনিতে আসি নাই।  
আমাকে একটা জিনিস দেবে, যদি তোমার কাছে থাকে?
একটুকরো কাগজ, আর একটি দোয়াত কলম।
ভেবোনা আমার কথা লিখব; তোমার কথা গুলোই লিখব।
কিবোর্ডের শব্দ আজকাল খুব বে সুর লাগে, ঠক ঠক শব্দে যদি তোমার ঘুম ভেঙ্গে যায়।
যদি কখনো কালি শেষ হয়ে যায় ভেবো না আর তোমার কথা লিখবনা।
আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তোমার কথা লিখে যাব।