সৃজন মর্ম
=============
সৃজিয়া এই নিখিল ভুবন,পাঠাওনি ফেরেশতাগণ, করিলে মানব সৃষ্টি, বললে তোমরা হইও সাম্যবাদী,
কত যে এলো নবী রাসুল, আকাঙ্ক্ষায় ছিলো ব্যাকুল, হতে পারিত যদি উম্মতে মোহাম্মাদি।
হেলায় হারাও যদি,হবে তুমি বদি,শেষে আঁখি জলে হবে নদী, সময় থাকতে মানব সেবায়,নিজেকে করো বলীয়ান;
সেবায় কর্ম সেবাই ধর্ম, বুঝে মর্ম করিতে পার নিঃস্বার্থ ভাবে,তবেই সুরালোক পেতে হতে পার,নূরের রাসুলের বাধি ।
আগস্ট ০৩,২০১৭
ফিরিশতা বা ফেরেশতা=
(আরবি: ملاءكة)(ইংরেজি: Angels) ইসলামী বিশ্বাসমতে স্বর্গীয় দূত। এরা মানুষের ন্যায় ঈশ্বরের বা আল্লাহর আরেক সৃষ্টি।