চোখ থাকিতে অন্ধ হয়ে
                আর কতকাল রইবি শুনি
অত্যাচারীর লোহার শিকল
                আর কতকাল বসবে গুনি?

জীবন যুদ্ধের এই ঘানিতে
                 আর কতকাল পিষবি বল
মাটির ডেলার মূর্তি হয়ে
                 আর কতকাল করবি ছল।

শুভ্র মুখে মাখিয়ে কালি
               দেখিস কেন মুখোশ নেড়ে  
মানবতার কথা কি আর
               গাইবি না ঐ কন্ঠ ছেড়ে?

বসে বসে দেখবি কত
                রক্ত মাখা বোনের লাশ
বল মাতালদের পানশালাতে
                 সঙ্গ দিয়ে কেন যাস?

মায়ের চোখের স্বপ্ন তোরা
               ভাঙিস কেন দিনে রাতে?
অস্ত্র রেখে কবে তোরা
               তুলে নিবি কলম হাতে।
  

বীর ছেলেরা কোথায় গেলি  
                সাঁঝের প্রদীপ জ্বালা এসে
বিজয়ের ঐ নিশান তুলে
                সোনার ফসল ফলাও দেশে।