বর্ষা গেল শরৎ এলো, আসলো ঋতুর রানী
ঘাসের ডগায় জমবে শিশির,নিয়ে এলো বাণী।
সকল ঋতুর সেরা যে ভাই, শরৎ সকাল আলো
শুভ্র মেঘের আভাস পেয়ে, ভাগলো আঁধার কালো।
মৃদু হাওয়া ঢেউ তুলিবে, নদী তীরের কাশ
ডানা মেলে বকের সাথে,- উড়ছে রাজ হাঁস।
রাতের আকাশ মৌ মৌ, বেলি ফুলের গন্ধে
দোলনচাঁপা সুবাস ছড়ায়, শরতের এই সন্ধ্যে।
কাশবনে দল বেঁধে উরে, চড়ুই পাখির ঝাঁক
রাতের আঁধার হলেই শুনি, খেঁকশিয়ালের হাঁক।
নীল শাড়িতে সাজে আকাশ, খোঁপায় থাকে পদ্ম
আলতা রাঙা পায়ে নাচে, শরৎ রূপে মুগ্ধ।
আগস্ট ১৯, ২০১৭