বাড়ির পাশে পুকুর পাড়ে
ছোট পাখির বাসা
পুকুর ঘাটে দেখছি বসে
পাখির যাওয়া আসা।
পাতার ফাঁকে নিপুণ ঠোঁটে
সাজাইতেছে খড়
কেমন করে থাকবে পাখি
যদি আসে ঝড়?
মাছ রাঙাটা কেমন করে
করছে শিকার মাছ
অবাক হয়ে দেখছি আমি
তাহার কারুকাজ।
শাপলা পাতায় ব্যাঙের বাসা
ঢেউয়ে ঢেউয়ে দোলে
বুলবুলিরা বুলবুলে যায়
মনের দুয়ার খুলে।
টূপুর টাপুর বৃষ্টি হলে
খৈলশা পুঁটি লাফিয়ে ওঠে
তাইনা দেখে বক পাখিটা
শিকার ধরতে ব্যস্ত ঠোঁটে।
আগস্ট ০২, ২০১৭