তুমি থাক অট্টালিকায়, আমি ভাসমান-
দম ফুরালে শুনরে মানুষ, সকলে সমান।।
প্রতিদিনের হিসেব খাতায়, লেখা থাকে সারিতে
কখন উড়বে বিমানে, কখন উঠবে গাড়ীতে
এমন কোন খাতা নেই, যে খানে লেখতে পারবে?
কখন ঘুমাবে তুমি, তোমার আসল বাড়িতে।
আগুন জানে, কতো সময়, লাগে তোমায় পোড়াতে!
বাতাস জানে, কতো শক্তি, লাগে তোমায় উড়াতে!
তুমি মানুষ জান কী?
কতোটা সময় লাগে, তোমার দম ফুরাতে।
কেন করো জাত বিভাজন, সব মানুষ-ই হয় সমান
কফিন,কাফন, চিতা বল; সবাইর হবে মাটির যান।
তুমি থাক অট্টালিকায়, আমি ভাসমান-
দম ফুরালে শুনরে মানুষ, সকলে সমান।।