যাচ্ছি বাড়ি মায়ের কোলে
অনেক দিনের পর
মায়ের হাতের পায়েস পিঠা
খাবো দুধের সর।
আপন গাঁ-য়ের মুখটি আমার
ভাসছে চোখের পানে
কুড়ি'টি বছর কাটিয়েছি যেথায়
যাচ্ছি নাড়ীর টানে।
সময় আমার কাটছে না ভাই
কখন শুনবো মায়ের সুর
তোমরা কি কেউ বলতে পার
গাঁ-য়ের পথটি কত দূর?
কাঁচা পাকা পথ গুলো যেন
ছড়ায় মাটির সৌরভ
এই মাটিতে জন্মা আমার
তাইতো এতো গৌরব।
বাড়ির পাশে ছোট নদী,বয়ে-
জোয়ার ভাটার টান
পাল উরাইয়া মনের সুখে
গাইছে ভাটির গান।
মা যে আমার অপেক্ষাতে
আঁচল পেতে আছে
কখন সোনা আসবে আমার
জড়িয়ে নিবে কাছে।
কবিতাটি আগস্ট ০৪,২০১৭ তারিখে গ্রামের বাড়ি যাওয়ার পথে ঢাকা সদরঘাটে এম ভি ফারহান ৩ লঞ্চে ৩৩৫নাম্বার কেবিনে বসে লিখা