আমার জন্মের সাথে ‘মা নাকি আমায় ছেড়ে গেছে’!
বাবার কাছে প্রশ্ন করলে?
বলত বাবা, মা যে আছে তারার সাথে মিশে।
তারার সাথে যখন আমি কথা বলতাম হেসে
বাবার বুকটি দেখতাম তখন চোখের জলে ভাসে।
যেদিন থেকে মায়ের কথা, একটু বুঝে উঠি-
হঠাৎ একদিন বাবাও আমায় দিয়ে গেলেন ছুটি।
বলল সবাই বাবা নাকি মায়ের সাথে আছে
বুঝতে পারি তখন আমি, বলছে সবাই মিছে।
সেদিন থেকে,- অবহেলা অনাদরে কাটছে আমার দিন
বুকে টেনে নেয় না আমায়, দেয়না কেহ ভালোবাসা ঋণ।
ঘুমের সময় শোনায় না কেহ ঘুম পাড়ানি গান-
রাগ করিলে ভাঙ্গেনা কেহ আমার অভিমান।
বাবা আমি বলছি তোমায়,- মায়ের সাথেই থেক
আসছি আমি তোমার কাছে, একটু যায়গা রেখ।
আমরা সবাই তারা হব থাকব সবাই সুখে
আমার মত হবে যারা, টেনে নেব বুকে।
জুলাই ১৫, ২০১৭