আমার দেশের সকল চাষা
        সোনার চেয়েও খাঁটি
মায়ের মত আগলে রাখে
       ফসল ফলার মাটি।  

নতুন ধানের গন্ধ পেতে
       করে আবাদ চাষ
একটু সুখের আশায় তাঁরা
      খাটছে বারো মাস।

অনেক দামেও যায় না কেনা
       চাষার গা’য়ের ঘাম
সোনার ফসল ফলেও তাঁরা
               নেয় না ঘামের দাম।

এত খাটা খেটেও জোটে
      পান্তা ভাতের জল
তবুও যে হারায় না ভাই
      তাঁদের মনোবল।


জুলাই ২৬, ২০১৭