আমাদের দেখা হয়না কতদিন- কত যুগ গেল কেটে
একই নক্ষত্রের নিচে একই আলো ছায়ায়
আমরা বেঁচে আছি নিজ নিজ সত্তায়!
এমনটা হওয়ার কথা ছিল কি?
কথা ছিল, দু’জনে বেঁচে থাকব একই আত্তায় একই মহিমায়
আজ হৃদয়ের গল্প শেষ ,ক্রমে ক্রমে নক্ষত্রের ক্ষয়,
স্মৃতি গুলো ধীরে ধীরে মুছে যায় ধরেছে মরীচিকায়।
আজ নাকি কোজাগরী, তাহলে!
আমার কাছে কেন? এতো অন্ধকার মনে হয়!
তাহলে কি আমার শাশ্বতকালের সমাপ্তি?
না! এটা কি করে হয়।
আবার তুমি রক্তিম আকাশে ন্যায় সূর্য হয়ে আলো জ্বালাবে
আবার আমরা নরম ঘাসের বিছানায় শুনব শিশিরভেজা গল্প
তোমার কোমল স্পর্শে যাব, হিম-নিস্পন্দ নিরপরাধ ঘুম।
মে ৩১, ২০১৫