প্রেমকে হাজার চেষ্টা করেও একটি বিন্দুতে আটকে রাখা যায়নি
সে যে পৃথিবীর মতো প্রদক্ষিণ করে চলেছে মানুষের জীবন।
যে মেয়েটি আত্মহত্যার আগে লিখে গেছে কিছু চিরকুটে, সেখানেও প্রেম ছিল
যেই প্রেমের জন্য জীবনের প্রতি ঘৃণা জন্মে, সেই প্রেমকে তুমি কি বলবে?
আমিও দেখো নতুন জন্মের লোভে প্রতিনিয়ত মৃত্যুর প্রেমে পড়ি
আবার জন্ম নেয়ার পর পড়ি জীবনের প্রেমে
সেই প্রেমও ফিকে হয়ে আসতে শুরু করবে অন্য কোনো প্রেমের অন্বেষণে।
দেখো মানুষগুলো খালি নতুনভাবে প্রেমে পড়ে। যেই মহিলাটার নিজের স্বামীর প্রতি প্রেম নষ্ট হয়ে গেছিলো
অন্য পুরুষের গাছে তার প্রেমের নতুন মুকুল ধরেছিল
তার প্রেমকে তোমরা পরকীয়া বলো।
আবার সেই প্রেমই পবিত্রতার মুকুট পড়ে বসে থাকে পৃথিবীর সিংহাসনে!
প্রেমকে তাই আজ প্রেম বলতে গেলে অশরীরী কিছু আমার গলা চেপে ধরে।
যে প্রেমে বিদীর্ণ হয়ে যায় মায়ের মমতা সে পরকীয়াই বটে
যে প্রেমে নষ্ট হয়ে যায় জীবনগুচ্ছ সে আত্মহত্যাই বটে।
আবার যে প্রেমে মত্ত হয়ে আমি কবিতা লিখি সে প্রেমকে কি বলবে তুমি?
যে প্রেম আমাকে দেখায় চন্দ্র হতে রক্তঝরার দৃশ্য
যে প্রেমে অবাক হয়ে দেখি কিভাবে বাস্তবের কার্নিশ ধরে ঝুলে থাকে স্বপ্নেরা।
অথচ সেই প্রেমই আমাকে অন্য আরেকজনের হাতের কাঠের পুতুল বানিয়ে রাখে!
২
জঙ্গিবাদী কিছু দল দাবি করে তারা ঈশ্বরের প্রেমে খুন করে যাচ্ছে
অথচ প্রতিটা মানবহত্যা যে ঈশ্বরের শরীরেই রক্ত ঝরাচ্ছে!
যে প্রেমে ঈশ্বরকে বারবার খুন হতে হয় সেই প্রেম কে কি প্রেম বলা যায়?
৩
জীবনের প্রেমে জীবনকেই নষ্ট করে মানুষ
স্বপ্ন বন্ধক রাখা সিন্দুক থেকে একের পর এক জোঁক বের হতে থাকে
হৃদয়ের সমস্ত রক্ত শুষে নেয় জোঁকগুলো।
চর্ব্যচোষ্য জীবনকে খুবলে খুবলে খায় বাস্তবের শকুন।
৪
এত কিছুর পরেও কেউ যদি আমায় জিজ্ঞাস করে প্রেম কি?
আমি বলি, প্রেম হচ্ছে আলো ও অন্ধকারের সঙ্গম..
মৃত্তিকার বুকে জন্ম নেয়া নিখর্ব আকাশ।
প্রেম হচ্ছে সত্যকে খুন করা অমোঘ পুণ্যার্জন,
বৈশাখী বুকে ফুটে ওঠা একটি কদম ফুলের নিঃশ্বাস।