আমি হয়তো জন্মেছিলাম পূর্বে, আমার স্পষ্ট মনে নেই
কোন দেশ, কোন বংশ কিছুই জানিনা....
শুধু মনে আছে কোন এক জন্মে মানবতার শরীরে অনেক ক্ষত দেখেছিলাম
ক্ষতগুলো বিবর্তিত হয়ে আজ পৃথিবীকে করেছে মৃত্যুপথযাত্রী!
আমার এই জন্ম যেন বিবর্তন কিভাবে মৃত্যু নিয়ে আসে সেটা দেখার জন্য।
মানবতা যেন টুকরো টুকরো কোরবানির গোশতের মতো পড়ে থাকে, ডিপ ফ্রিজ হয়ে যাওয়া মানবহৃদয়ে
যেন শয়তানের পূজারিরা শয়তানের নামে ভোগ চড়াচ্ছে নিরীহের রক্ত, জোর করে কেড়ে নেয়া নারীর যোনি!
ক্ষুধার্তের ত্রাণ হজম করে চলেছে পরিপূর্ণ উদর যত!
অথচ আমি প্রত্যেক জন্মেই জেনে এসেছি সব পক্ষের শরীরগুলো এক ঈশ্বরের বানানো!!!
তাই এ জনমে আমার দর্শনগুলোরও হয় বিবর্তন।
মন্দিরের ঘণ্টাধ্বনিতে শুনি বিশ্বজিতের চিৎকার,
একেকটা প্যাগোডায় দেখি রোহিঙ্গাদের লাশ বিছানো আছে।
জলজ ক্রুশে বিদ্ধ হয়ে থাকে বন্যার্তদের জীবন,
ঈদের চাঁদে দেখতে পাই ধর্ষিতার মৃত মুখ।
পরের জন্মে হয়তো দেখবো মৃত পৃথিবীর গর্ভে মানবতার ফসিল খোঁজা হচ্ছে।
মানুষ নয়, যারা খুঁজবে তারা হয়তো অন্যকিছু।