এই পথহীনের পথে থেমে যাও
এখানে নদী নেই
তবু তুমি মুখ ধুতে পারবে, জলকুচি করতে পারবে
এখানে গাছ নেই
তুমি অক্সিজেন পাবে একদম ভিন্ন পদ্ধতিতে।
এখানে একটি বৃদ্ধাশ্রম আছে, যেখানে বাসর হয়, সংসার হয়
এখানে একটি আস্তাবলে দৌঁড়ায় মেঘ ও ফুলেরা।
এখানের একটি পানশালায় মদের বোতলের সাথে দেওয়া হয় বই!
আমি জানি, তুমি হুইস্কি পান করবে কবিতার বই হাতে।
পথহীনের বুকের গামছায় মুখ মুছে, সিদ্ধি গ্রহণ করো এ পথের
তুমি বিষাক্ত মানুষের মাঝে হেঁটে হেঁটে হতে পারবে দক্ষ সাপুড়ে....