সময়ের তলপেট থেকে নেমে আসা বিবর্তনের পেন্ডুলাম দুলতে দুলতে একদিন পৃথিবীকে নিয়ে যাবে অন্য কক্ষপথে।
গতিহীন, ধর্মহীন হয়ে উঠবে বিজ্ঞান, অনাবিষ্কৃতের অন্ধকারে ফেলে রাখা হবে বুদ্ধিমান খুলিগুলো...
প্রেম এবং মানবতা যখন চুনখসা প্রাচীন স্থাপত্যের ক্ষয়িষ্ণু ইতিহাস,
জীবাশ্মের লেয়ারে লেয়ারে জমা হবে পবিত্র শহরগুলো।
কবিদের অন্ধ করে দেওয়া চোখে যখন জলীয় বিষফোঁড়া,
কলমের কোলাহল থেমে যাওয়া সভ্যতা বোরখা পরে গিলবে এলকোহলিক নীতিবাদ!
শুধু দেয়ালে টানানো ছবি হয়ে থাকবো তুমি আমি, আমাদের সন্তান
ধূলোর আস্তরণ হয়ে পড়ে রবে আমাদের আত্মা, সাংসারিক চিহ্নগুলো।
একদিন যখন পৃথিবী ঘুরবে অন্য কক্ষপথে,
মহাসমুদ্র থেকে উঠে আসবে অপেক্ষারত ধ্বংসাত্মক দেবতারা...
যত জোনাকি-প্রহর বন্দী করে রাখা স্থবিরতার বয়ামগুলো ভাসবে আর ভাসবে
তখন স্বর্গ ও নরকের মাঝে একটি সমান্তরাল রেখায় হাঁটতে হাঁটতে আমি আরো একবার বলে উঠবো,
"ঈশ্বরের আজন্ম প্রিয় ফল গন্ধম।"