তুমি নিজেকে অবিশ্বাসী বলে দাবি করো
আমি কিভাবে তোমার অবিশ্বাসকে বিশ্বাস করি বলো?
জানি, জীবনের নিষ্ঠুরতা, অনাহারের আর্তনাদ, আশ্রয়হীনের শোক তোমার বুকে পর্দা টেনে দিয়েছে
হিংসা ও লালসার হুইলচেয়ারে বসে থাকা পক্ষাঘাতগ্রস্ত হৃদয়গুলো দেখে তোমার মনে হয় ঈশ্বর বলে কিছু নেই।
যখন দেখো, কাক হয়ে যাওয়া মানবতা রাজনীতির ডাস্টবিন থেকে ময়লা কুড়ে খাচ্ছে,
তুমি ঈশ্বরকে মাটিচাপা দিতে চাও সভ্যতার কবরে।
অথচ রাত হলেই দেখি ঈশ্বর তোমার বুকে উপুড় হয়ে বসে আছেন
একটানে ছিড়ে ফেলছেন সেই অবিশ্বাসের পর্দা
তুমি জিজ্ঞেস করো তাঁকে, "হরিণের গর্ভে কেনো শকুন জন্মায়?"
প্রতুত্তরে তিনি বলে ওঠেন, " আগে নিজের বোধ স্পর্শ করে চিহ্নিত করো অন্ধকার।"
রাতের শেষ প্রহরে অন্ধকারের বুকে তখন মৃগনাভি এঁকে দাও,
অথচ দিনের আলোয় তোমাকে পেয়ে বসে শকুন।
জানি, ঈশ্বরকে ভুলেই ঈশ্বরের উপাসনা চলে নিরন্তর।