অভিসারের গ্রহগুলোতে দোষ লাগায় সংস্কার,
প্রেমের ছায়াপথে ওঁত পেতে বসে থাকে সমাজের কালপুরুষ।
তুমিশুন্যতার ব্ল্যাকহোলে তাকালে বুকের পাঁজরগুলো ঘামে অবিরাম।
বিরহের এমন অনন্ত স্পন্দনে প্রেম মৃত্যুহীন হলেও,
বিরহকে মাঝে মাঝে খুন করতে হয়
অবিনশ্বর কবিতা পেতে হলে নশ্বর হতে হয় প্রেমকে।
তোমার বুকে নিঃশ্বাস নেওয়ার প্রতিটি প্রহরই কবিতা
অবিনশ্বর কবিতা!
একেকটি পঙক্তির উচ্চারণে জোছনা জ্বলে ওঠে আগুনের মতো,
জীবাশ্ম হয়ে পড়ে রয় চন্দ্রিমার কলঙ্ক।
আমি ভুলিনি, বিধ্বস্ত রাতের প্রতিটি কোষে জমাট বাধা রক্তবিন্দু গলে গলে পড়েছিল নগ্নতায়!
প্রলাপেরা ঝাপ দিয়েছিলো আমার মহাসমুদ্র হয়ে যাওয়া অস্তিত্বে।
এক ফোঁটা বৃষ্টির জল গালে পড়লে তুমি ভুলে যাও আকাশ বলে আসলে কিছু নেই,
আমি হতে চাই অভ্রভেদী অবিনশ্বরের শৃঙ্খলমুক্ত দাস।