তোমার যে পথ অনন্তের দিকে ধাবমান,
সে পথেই অস্তিত্বের প্রগাঢ়তা বিছানো আছে
যেভাবে শীতার্ত গাছের পাতারা ঝরে গিয়ে বিছানো থাকে মৃত্তিকার আলিঙ্গনে।
কিন্তু ওই শুকনো পাতাগুলোয় মানুষের পদাবলী যেভাবে সৃষ্টি করে মর্মর ধ্বনি,
অস্তিত্বে ওরকম অবৈধ আঘাত আনে প্রেমহীন রুক্ষ চাহনি।
হে প্রেমহীন অবয়ব, এই উপেক্ষিত আত্মা দিয়ে যখন স্পর্শ করবো,
দেখবে চামড়া থেকে কিভাবে খসে পরছে সমস্ত ব্যর্থতা।
খসে যাওয়া ব্যর্থতাগুলো থেকেই জেগে উঠবে সবুজের অকৃত্তিম আবেদন!
অনুর্বর হৃদয়ের মাটিতে রোপিত হবে ভালবাসার বটবৃক্ষ।
তোমার যে পথ ধাবমান অনন্তের দিকে,
আমি চিরকাল সে পথেরই শায়িনী।
যখনই তুমি তাকাবে প্রেমময় চোখে,
দেহ থেকে আত্মাটা খুলে হয়ে উঠবো নিবেদিত স্রোতস্বিনী।