জ্বালানী
------------------
সাড়ে তিন হাত টেবিল।
ভর করেছে অাস্ত পৃথিবী,
চেয়ারে হেলান দিয়ে বসে অাছে অদ্ভূত মহাশূন্য
পায়ের তলায় নক্ষত্রের চিৎকার
ওমনি শব্দহীন পরমাণু দুঃখে
জরায়ূজ ক্রন্দনধ্বনি
নিমিষেই বধ করে দিলো নীলিমা-নিকোটিন মৌনতা
তবু শুনি কাঠের কোষে-কোষে
অধীশ্বরের মৌলিক সংলাপ ;
জন্মের অনুগত অস্তিত্বই মৃত্যুর জ্বালানী।
[অামি ও কবি ইথারের মিলিত প্রয়াসে এ কবিতাটি রচিত,বাকি গত দুটি পর্ব কবি ইথারের পাতায় ]