কত যুগের সমাপ্তি ঘটে গেল, কিন্তু ঠিক কবে বিশ্বাসভঙ্গের অভিষেক হয়েছিল?
কথা না রাখার এই ঐতিহ্য বিবর্ণ করেছে প্রেম,
কথিত সভ্যতায় সবুজহীন হয়ে গেছে ভালোবাসার মৃত্তিকা ।
তার চেয়ে কি ভাল ছিলো না আদিম প্রেম?
যে প্রেমে সততা ছিল, উল্লাস ছিল, বেদনা ছিল
প্রেমের সুতোয় নির্বস্ত্র প্রেমিক-প্রেমিকারা বুনতো টেকসই অভিসার।
অথচ আজ?
সভ্যতার আড়ালে লুক্কায়িত অন্তর্বাসে বোনা আছে প্রতারণার অশ্লীল উল্লাস !
শুধু তুমি কিংবা আমি নয়,
হাজার বছরের প্রেমিক-প্রেমিকাদের মাঝে আছে প্রতারক-আত্মার প্রলাপ !
যাদের নির্গত প্রতারণার কার্বণ-ডাই-অক্সাইডে প্রেম-বিশ্বেও উষ্ণয়ণ দেখা দেয়!
প্রতিটি মানব-মানবীর যান্ত্রিক কায়ার অন্তরালে যদি অবগাহন করতে,
তবে দেখতে, অনুভূতির বিষাক্ত মেঘেরা কিভাবে ছলনাহীন আকাশ খুঁজে ফিরে ।
হয়তো আর কোন সুযোগ নেই, অবিশ্বাসপরায়ণ আকাশ ঝরে গিয়ে প্রচার করবে বিশ্বাসের অনিন্দ্য শ্রাবণ ,
আর উজাড় হয়ে যাওয়া প্রেম-বিশ্ব ফিরে পাবে সেই আদিম সবুজ।
যদি এমন হতো, তুমি আমি জন্মাতাম সেই আদিযুগে !
ছলনাহীন স্বচ্ছ আকাশে প্রেম-চন্দ্রের হতো মহাজাগরন,
তখন অসভ্য অভিসারও আলোকিত হতো পবিত্র জোছনায়!!