অর্ধেক জেগে থাকা ঘুমন্ত নগরী
তোমার পথ থেমে যায়
সীমারেখা এঁকে দেয়া যোগিনীর সন্ন্যাসে!
গোলাপ-ওষ্ঠে জ্বলে পবিত্র পাপ
চোখের নিচে গর্ত
বেরিয়ে এসেছিল তৃষ্ণার্ত প্রেম তৃতীয় জন্মের সন্ধানে।
ছিল আশ্বিনের এক ভৌতিক রাত
চলন্তিকায় দেহ নিথর
ভর করেছিল প্রথম প্রেমিকের আত্মা নির্বিশেষে।
তোমার সাথে জড়িয়ে থাকে সাবেক
তবু ঠোঁট হারাক স্মৃতি
নির্বোধ আগুনের প্রথম ও শেষ স্পর্শ মিলিয়ে যাক ইথারে।