আসুন, জন্মান্ধ ভিক্ষুক ও দাসীরা
আমরা গৃহপালিত জিভের স্বাধীন লালায় সিক্ত হই
আর বিজয় বিজয় খেলি।
বিজয়ের ঔষধি বৃক্ষ যারা রোপন করেছিলেন
তাদেরকে কবিরাজির অপরাধে নেওয়া হচ্ছে এলোপ্যাথির রিমান্ডে।
বিজয়ের রাস্তায় নারীর ওড়নায় সেট করা থাকে সিসি ক্যামেরা
ফুটেজ চলে জিন্সের প্যান্টের তলে, নতুন করে শুরু হয় বিজয়োল্লাস।
দালালেরা ফুলদানির মূলধন নিয়ে মাঠে নামে
ফুল বাসি হয়ে যায়
বিজয়ের গন্ধ ছড়ায়
জন্ম নেয় আঠারোর বীরাঙ্গনা!
গাড়ির কাঁচ নামলে বেরিয়ে আসে দুই আঙুলের সরীসৃপ
পথশিশুর পিঠে লেখা থাকে, ২৬শে মার্চ ১৯৭১।
রচনাকাল: ডিসেম্বর ২০১৮।