আজকে রাতের সাথে হবে আমার প্রতিদ্বন্দ্বিতা ।
দেখে নেবো আজ, কাকে বেশি ভালবাসো!
দেখ,কালো শাড়ি পড়ে এসেছি,
পড়নে আছে বাঁকা চাঁদের সেই নোলক,
যে পূর্নিমার সফেদ আলপনা এঁকে দেয় নিকষিত বুকের হাড়ে হাড়ে।
তুমি এই রক্তমাংসের রাতকে কিভাবে উপেক্ষা করবে?
আমি জানি!
অবৈধ প্রেমিক হওয়ার ভয়ে তুমি শিউরে উঠবে!
কিন্তু আমার খোপায় জড়ানো তারাদের সম্মেলন দেখবে যখন,
তুমি কি পারবে? থাকতে নির্বিকার?
কম্পনরত হাত দিয়েই খোপা খুলে ফেলবে তুমি।
প্রজ্বলিত অনুভূতি চোখে নিয়ে দেখব আমরা,
কিভাবে ভালবাসার বুকে অজস্র তারা খসে পড়ছে, একটার পর একটা।
বিজয়ের উল্লাসে আমি অহংকারী হয়ে উঠতে চাইবো,
আর ঠিক তখনই তোমার শরীরে জ্বলে উঠবে সুপ্ত চাহিদার নীল আগুন!
পরাজিত রাত্রি আশ্চর্য গ্রীবা তুলে চেয়ে রবে
দেখবে, কিভাবে নীলাভ সঙ্গমে পুড়ে যায় বিজিত রাত্রির আঁধার....