১
আগে প্রেমে পড়ার স্বপ্ন দেখতাম অনিমেষ
কিন্তু প্রেমে পড়ার পর স্বপ্নেরা এখন উন্মাদ বেশ।
চা এর কাপ থেকে উড়ন্ত ধোঁয়ায় চোখ হয়ে যায় ঘোলাটে
যেন বেদনারা বাষ্পীভূত হচ্ছে তোমারই উষ্ণ নি:শ্বাসে।
শূন্য কাগজে আনমনা আঙুলের কলম ঘষাঘষি...
যেন তোমার বুকে আমার এলোমেলো চুলের কাব্য লিখি।
আয়নার সামনে কল্পনারা পোষাক খুলে ফেলে অকপট
সলজ্জ চোখে আঁকি আমি কল্পনার নির্লজ্জ দৃশ্যপট!
২
কোন এক নগ্ন যামিণীর অনিন্দ্য আঁধারে
পরস্পরকে দেখবো ভালবাসার অলৌকিক প্রদীপে...
বিছানার চাদরে পুষে রাখা অতীত প্রলাপেরা তখন স্তব্ধ
আমার বাহুডোরে যখন তোমার এক হাজার কোটি চুম্বনের কারুকার্য...
চিরদিনের উষ্ণতা শুষে নিবো ওই ধূমপায়ী ওষ্ঠের অবগাহনে
আর আমার আমাকে পোড়াব এক অগ্নিময় স্বর্গের দহনে...!!