আমি তোমার হাসির দিকে তাকিয়ে থাকি।
যেখানে ঝিনুক-সঙ্গীতে উত্তাল দিগন্তের মঞ্চ!
মুক্তোচাষী প্রেমের অবিরাম সামুদ্রিক নৃত্য...
আমি তোমার এলোমেলো চুলের দিকে তাকিয়ে থাকি,
যেখানে আঁধারকালো কাব্যিক রাতের তীব্র গন্ধ,
লেখা থাকে অবাধ্য আঙুলের স্পর্শ-শিহরিত কাব্য অনন্ত !
অথচ যখন তোমার চোখের দিকে তাকাই,
আমি দেখি ধূমপানের উগ্র নেশা খেলা করছে...
যেন বিষাক্ত কোনো রক্তিম সরোবর আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে!
মনে হয় তোমার ক্ষয়ে যাওয়া ফুসফুসটা আমার বুকেই নি:শ্বাস নিতে পারছে না!!!
তোমার মরমে জ্বলন্ত শিখারা বাতাসের দূষণ ঘটায় নিকোটিনের ধোঁয়ায়,
আর আমার হৃদয়ের অ্যাশট্রেতে জমা পরে কতগুলো বিক্ষুব্ধ ছাইয়ের আর্তনাদ।