শুকনো নদীতে বৃষ্টি ঝরানোর অনুমতি পাইনি
মেঘগুলো তাকিয়ে ছিল তোমার উত্তপ্ত ওষ্ঠের দিকে।
ভয়ংকর দাবদাহেও অমন অবরোধের বিপক্ষেই ছিলাম আমি,
তাই পারিজাত জন্মেছিল তোমার ওষ্ঠের ভয়াবহতায়।
অথচ শীতল হাওয়াগুলো অবলীলায় ঠেলে দিতে চাইলে সূর্যের দিকে!
কিন্তু তুমি ভুলে গেছো, আকাশ হয়ে জন্ম নেওয়া প্রেম সূর্যকেও বশ করতে জানে।
অবশ বুকে ক্ষতচিহ্নের উপর আরো ক্ষত এঁকে যে লাভ নেই সে আমিও জানি,
তাইতো জলের ঔষধ নিয়ে এসেছিল প্রাচীন মমতা।
অথচ মেঘের দর্পণে নিজের অবিশ্রান্ত মুখখানা দেখে কিভাবে চিৎকার করে উঠলে!
জলের ঔষধকে বিষ ভেবে ফেলে দিলে হাত থেকে
অপবাদের লজ্জায় প্রসারিত বুকে জন্ম নিলো ক্যাকটাসের সমুদ্র,
একদিন এই সমুদ্রে দাঁড়িয়েই তুমি রক্তপাতের দূর্গ গড়ে তুলবে।