আমি এমন আলোয় বাস করি যেখানে অন্ধকারের জয়গান গাওয়া হয়....
তাই অমাবস্যার সময়ে চাঁদকে একখানা চিঠি লিখেছিলাম
উত্তরে সে আমার কাছে জানতে চেয়েছে,
তবে কি পূর্ণিমায় ভেজা বসন্তে কবিতা লেখার স্পর্ধা জাগে?
আমি তাকে জানালাম,
সত্যের কংকালের উপর ধারণ করে আছি অন্ধকারের অভেদ্য চামড়া-
আমার রক্ত ও মাংসে নির্বাসনের ঘ্রাণ।
হে চন্দ্র, তোমার কবলে পড়েই অন্ধকারকে আত্মহত্যা করতে হয়,
তাই জোৎস্না গিলতে গেলে ফাঁস পরে আমার গলায়।