কলমের কালো অশ্রুতে জীবন লিখে দেয়া কবি বলেন
"শব্দের পুকুরে ছুড়ে মারো বোধের ঢিল
উঠে আসবে স্নিগ্ধময়ী নগ্ন কবিতা।"
১
দৌড়াচ্ছে সময়, অনর্থের সংগ্রামে
লৌকিক চোখে পৃথিবী স্থবির।
২
গোধূলীভ্রমে মেঘও পরে নেয় নীল লেন্স
নেপথ্যে অন্ধকার
বিধবার শরীর কুমারী করে তোলা অন্ধকার।
৩
রাতের আরশিটা ঘোলাটে হয়ে ওঠে অবচেতনের শিশিরে
চন্দ্র হাত বাড়িয়ে মুছতে গিয়ে দেখে, গ্রহণ দাঁড়িয়ে হাসছে!
৪
প্রার্থনারত হাতের তালুতে ঘুরপাক খায় মহাশূন্য।
মহাশূন্য, সেও তো কারাগার!
কারাগারে কেনো ঈশ্বরকে খোঁজা হয়?
খুঁজে নাও তাঁকে, ক্ষুধার্তের সামনে থালাভরা গরম ভাতের ধোঁয়ায়।