মধ্যরাতের লাল চোখে এক ফোটা অশ্রুও ঝরে নি,
শুধু অবিনশ্বরের বুক খামচে ধরেছিল প্রেমান্ধ যৌবন।
তোর মুখ থেকে নির্গত অভিশাপে হেসে ওঠে মৃত্যু,
নিশ্বাসগুলো স্পর্শ করলে পুড়ে যেত সব অহংকার !
অশুদ্ধ রক্তের বিস্ফোরণে ধ্বংস হয় শুধু প্রেম,
অযুত স্বপ্নের স্থিরচিত্রগুলো খুঁজে নিতে চায় অন্য দেয়াল।
অবিচারের আদালতে যে ঈশ্বরের চোখ বাঁধা থাকে,
সেও তোকে পাপী ঘোষণা করে খুলে ফেলে চোখের কালো কাপড়।
বিক্ষুব্ধ প্রেমিক-প্রেমিকারা দাবি করে মৃত্যুদণ্ড,
অনুতাপহীন তোর চোখের বিভৎস কালোয় কেঁপে ওঠে অমাবস্যা!
সমস্ত অপরাধ তাই নিজের স্কন্ধে নিয়ে নেয় অন্য কেউ,
ফাঁসিতে ঝোলার আগে তার কোন শেষ ইচ্ছা থাকে না।