সখী, পথের প্রান্তরে দাঁড়িয়ে থাকা প্রেমিককে চেয়ে দেখো একবার
তোমার ক্ষণস্থায়ী প্রেমে ধরাশায়ী সে প্রেমিক আজ অভিশাপ দিচ্ছে!
তোমার মোহান্ধ শরীর নিয়ে কোথায় পালাবে?
নারীর দেহে কোনো পুরুষের প্রেম-স্পর্শ বলো কোন তাপে বাষ্পীভূত হয়?
অমন মোহের আগুনে পুড়বে শুধু তুমি, ছাই হয়ে পড়ে রবে কামুক সত্ত্বা।
তার হৃদয় হতে নি:সৃত রক্ত দেখতে পেলে তুমি আর লাল শাড়ি পরতে চাইবে না কখনোই।
তার চোখের কালোয় যে সমাধি এঁকেছ,
কাল টিপ পরতে গেলে দেখবে ললাটে বয়ে যাচ্ছে কাফনের নদী।
তোমার নগ্ন বক্ষ ছুঁয়ে দেওয়া প্রেমিকের হাতে আজ তামাকের ওষুধ,
উনুনের ধারে কাছে যেয়ো না, এ পৃথিবীতে এখন তুমিই সবচেয়ে বেশি দাহ্য।