জন্ম যখন পুড়ে যায়, মৃত্যু এক বেখেয়ালি ছায়া
যে আগুনে পুড়ে সেথায় হাত দিবো আজ
জ্বলতে নয়, জ্বালাতে
পুড়তে নয়, তাপাতে
আমি জন্ম পোড়ানো আগুন তাপাবো আজ।


সমস্ত বিষণ্ণতা এক জায়গায় জড়ো হলে গড়ে ওঠে ব্যক্তিগত উপাসনালয়।
কারো কান্নার যখন শব্দ হয়না, তখন বুঝি
ঈশ্বর নিজেকে কেনো বোবা বলে ঘোষণা করেছেন!
আমি কাঁদি না প্রিয়তম, শুধু বৃষ্টি হলে বুকটা হয়ে যায় বাংলার মাটি...
জলের প্রতিটা স্পর্শে বিভ্রম বলে ওঠে, "মানুষের কাঁদার কোনো প্রয়োজন নেই।"