ভোটের সময় জোট
ভোটের সময় জোট
পাকাতেই যত ঘোঁট।
ঝালাপালা হবে কান
অবিরাম চলে গান।
করজোড়ে ঘরে ঘরে
মুখে যেন মধু ঝরে।
এতদিন দেখা নাই
ভোট এলে দিদিভাই।
ব্যানারের ছড়াছড়ি
গুঁজে দেয় হাতে কড়ি।
চলে বেশ খানাপিনা
ছোটে গাড়ি তেল বিনা?
ওড়ে মধু আহরণে
মাথা নত শ্রীচরণে।
কানে কানে বলে যায়
টেপো ঠিক ছবিটায়।
কীবা দিন কীবা রাত
দেখা হলে ধরে হাত।
লুটেপুটে খায় বেশ
রসাতলে যাক দেশ।
@জয়শ্রী কর