বিদ্যাসাগর
জয়শ্রী কর

নিপাট খাঁটি মানুষ তিনি
দেশের গর্ব বিদ্যাসাগর
ভীষণ জেদি খুব মেধাবী
বিশ্বজুড়ে তাঁর সমাদর।

দৃঢ় চিত্ত উন্নত শির
প্রতিবাদী চরিত্র তাঁর
নারীশিক্ষা প্রচলনে
দিয়েছিলেন অগ্রাধিকার।

ফুলের মতো কোমল হৃদয়
ব্যস্ত সদা দেশের সেবায়
ধুতি চাদর চটি দেখে
দূর থেকেও ঠিক চেনা যায়।

সাগর-আলোয় উদ্ভাসিত
পথহারা পায় সঠিক দিশা
অরুণ যেমন ভুবন ভরায়
পালায় তখন আঁধার নিশা।