উলুবনে বীজ ছড়ানো
জয়শ্রী কর
যেথা কায়া সেথা ছায়া
সাথি রবি কর,
প্রাজ্ঞজনের কাছে গেলে
ভাবে না সে পর।
উলুবনে বীজ ছড়ালে
পাবে না ফুল ফল,
আলো বাতাস ভালো মাটি
বাঁচার জন্য জল।
খালি হাঁড়ির শব্দ বেশি
সকলে টের পান,
দুষ্টু লোকের বড় গলা
বধির হবে কান ।
অসৎ কর্মে হবেই ক্ষতি
দুষ্টুকে তাই ভয়,
প্রাজ্ঞ-সুধীর সঙ্গ নিলে
আসবে তবে জয়।
ওরাই স্বচ্ছ জ্ঞানের আধার
সদা শান্ত স্থির,
নয়কো ভীরু, দৃঢ়চেতা
উচ্চ রাখে শির।
© জয়শ্রী কর