রিন্নির জন্মদিন
জয়শ্রী কর

ঘুম পাড়াবে কে আজ তোকে
কেবা গাইবে গান
দাদু-দিদা পৌঁছে গেছে
ভাঙিয়ে দেবে মান।

এদিকে আয় রিন্নিসোনা
আমার কাছে আয়
অবাক হয়ে রিন্নি এবার
দিদার পানে চায়।

যতন করে ঝুঁটি বেঁধে
লাগিয়ে দিল ফুল
কোলে নিয়ে দাদু এবার
দোলে দোদুল দুল।

আলপনাতে মেঝে রঙিন
দুলছে বেলুন লাল
মা তো এখন ব্যস্ত কাজে
তিন্নি, প্রদীপ জ্বাল।

বাবা মায়ের চোখের মণি
খুশিতে ঝিলমিল
জন্মদিনে দারুণ মজা
গায়ে কামিজ নীল।

মায়ের হাতের রান্না করা
পায়েস খাবে আজ
ঋষি-রিয়া-বর্ষা-মিতা
আর এসেছে রাজ।