* তিন কন্যা
জয়শ্রী কর
লতা ঊষা আশা মুখে মিঠে ভাষা
সুরের আকাশে ওরা ভাসে,
মুখে রাশি রাশি লেগে থাকে হাসি
সকলেই গান ভালোবাসে।
টিপ শোভে ভালে টোল পড়ে গালে
কণ্ঠ হতে যেন সুধা ঝরে,
সুরে ভেসে যায় প্রাণ খুলে গায়
ঢেউ খেলে ওদের অধরে।
গান শুধু গান পেতে রাখে কান
সুধারস কভু না হারায়,
ফুল হয়ে ফোটে সদা জেগে ওঠে
স্বপ্ন ভরা চোখের তারায়।
ফুলের কাননে প্রজাপতি সনে
মানবের হৃদয়ের মাঝে,
গানের মেলায় খুশির ভেলায়
অবিরত সুর কানে বাজে।
ওরা যেন শশী শুষে নিয়ে মসি
জোছনা ছড়ায় হাসিমুখে,
ধরার বিস্ময় অমর অক্ষয়
গান গেয়ে আছে বড় সুখে।