তারায়ভরা সুরের আকাশ
জয়শ্রী কর
একে একে হারিয়ে গেল সুরের ঝরনাধারা
আঁধার রাতে দিচ্ছে আলো এখন তাঁরা তারা ।
ঝিকিমিকি তারার আলোয় আঁকছি কত ছবি
ওই আলোতেই কল্পলোকে কলম চালায় কবি।
সুর ও বাণী বাজছে কানে আসছে উড়ে উড়ে
সন্ধ্যা-লতা-নির্মলাদি আছে হৃদয়জুড়ে ।
ভুবন-মাঝে সুরের জালে জীবনস্মৃতি আঁকা
চরণচিহ্ন পড়ে আছে সবুজ ঘাসে ঢাকা।
অবিশ্রান্ত ছড়ায় আলো তারা বিশ্বমাঝে
অদৃশ্যমান সুর-তরঙ্গ কন্ঠে সদা বাজে।
সবই আছে তবুও নাই কাঁদে পরানপ্রিয়া
এসব কথা কারে শুধাই বেদনভরা হিয়া।
রাগরাগিনী উঠছে বেজে ওদের কণ্ঠস্বরে
প্রদীপশিখা নিভে গেলেও দৃপ্ত তা অন্তরে।
গানের প্রতি ভালোবাসায় জ্বলত কত আলো
ওদের উপস্থিতিই রাতে মুছিয়ে দিত কালো।
মন জানে সব মনের কথা চরম ব্যাকুলতা
কেমন করে হবে পূরণ মনের অপূর্ণতা।
দিচ্ছে আলো অযুত তারা তাকাই ঊর্দ্ধপানে
আকাশ কালো মেঘে ঢাকা ভরাই হৃদয় গানে।
© জয়শ্রী কর