টাপুর-টুপুর
জয়শ্রী কর
অবিশ্রান্ত বৃষ্টিধারা ঝরছে ঝুরুঝুরু
আকাশজুড়ে চিত্রলেখা মেঘের গুরুগুরু।
টাপুর-টুপুর সকাল দুপুর
পায়ের নূপুর রুমুর ঝমুর
উতল হাওয়ায় ফুলকলিদের নাচন হল শুরু।
শিউলিশাখে ফুলের মেলা
ভোর না হতেই সাঙ্গ খেলা
বৃষ্টি ফোঁটায় গাছের পাতা কাঁপছে থুরুথুরু
আকাশজুড়ে চিত্রলেখা মেঘের গুরুগুরু।
© জয়শ্রী কর