* স্বপ্নসুখ
জয়শ্রী কর
টাপুর-টুপুর সারা দুপুর
রুমুরঝুমুর পায়ের নুপুর।
দিনমণির আড়ি
মেঘের মুখটি ভারী
নদী নালা ভরছে পুকুর।
টুনটুনিরা মজা করে
সিনান সারে পাতার 'পরে।
কে আজ ধরে তাকে
সঙ্গিনীকে ডাকে
ঝিরিঝিরি বৃষ্টি ঝরে।
নেচে-গেয়ে লুটোপুটি
এগাছ-ওগাছ ছোটাছুটি।
মনের সুখে খেলা
কাটে ওদের বেলা
শাখায় বসে পক্ষী জুটি।
উল্লাসে আজ ক্ষণে ক্ষণে
উড়ছে ওরা নয় গোপনে।
স্বপ্ন সুখের নীড়ে
তাকায় ফিরে ফিরে
প্রশান্তি বেশ ওদের মনে।