. জয়শ্রী কর
স্বাধীনতা
স্বাধীন ভারতবর্ষে পেলাম এই ভুবনের আলো
দেশের জন্য দিল যারা প্রাণ
পুনরুদ্ধার এ মাটির মান
সুনীল আকাশ বিমল বাতাস
কতশত ফুল ছড়ায় সুবাস
সবুজে সাজানো আমাদের দেশ স্বর্গের চেয়ে ভালো।