শুভ জন্মদিন
জয়শ্রী কর

বেশিদিনের নয় পরিচয়
ছড়াবাংলার সাথে
ফেসবুকেতে প্রথম দেখা
শরতের এক রাতে।

ফেলে আসা দিনগুলোকে
ভুলতে কী আর পারি
মা'র বাগানের ফুলের ছবি
পাঠাই তাড়াতাড়ি।

ছড়াবাংলায় প্রকাশ পেতেই
আনন্দঢেউ মনে
জিসানভাইয়ের তুলির টানে
পুলক ক্ষণে ক্ষণে।

নবীন-প্রবীণ ছড়াকারের
কত মজার লেখা
ছন্দছড়ায় রসদ খুঁজি
নিত্য চলে শেখা।

কেমন লিখি পাঠক জানে
মনে কি দাগ কাটে?
তাকিয়ে থাকি কে টোকা দেয়
ফেসবুক-চৌকাঠে।