সুস্থ জীবন হলে সচেতন
যাচ্ছ কোথায় খুকুমণি শ্রীমুখ কেন ঢাকা
কথা বলা বারণ বুঝি মৌন হয়ে থাকা।
স্কুল-কলেজ বন্ধ কেন তা কি তুমি জানো
করোনা বাতাসে ওড়ে তাই মাস্ক লাগানো।
তোমাকেও পরতে হবে বাইরে যখন যাবে
ছ'ফুট দূরে রইতে হবে কীভাবে সামলাবে।
টিভি দেখছ শুনছ বসে কী কী করতে হবে
নিয়ম মেনে চলো যদি তবেই সুস্থ র'বে।
এখন সবার বন্দিজীবন, কত কষ্টে থাকি
ইচ্ছে করে ঘুরে বেড়াই, স্বাধীন পশুপাখি।
পাখি কেমন উড়ে বেড়ায় দুইটি ডানা মেলে
ফিরে আসে আপন কুলায় সূর্য অস্ত গেলে।
হাসপাতালে কাতর রোগী স্তব্ধ গাড়ির চাকা
নিয়ন্ত্রিত জীবনযাপন পথঘাট তাই ফাঁকা।
সাবধানতা খুব জরুরি শিক্ষা জীবন থেকে
সচেতন না হলে মানুষ বিপদ আনবে ডেকে।
গাছ লাগাব কাটবে না তা বৃক্ষ মায়ের মতো
ওষুধি গাছ আপন গুণে জীবন বাঁচায় কতো।
লক্ষ্মণের প্রাণ বাঁচায় হনু কাতর যখন সীতা
গাছের কোনো বিকল্প নেই বৃক্ষ সবার মিতা।
@জয়শ্রী কর