শুদ্ধ চিত্ত
জয়শ্রী কর
প্রতিমা কে প্রণাম করি রোজ
জন্মদাত্রী কেমন আছে রাখি না কেউ খোঁজ।
বেলপাতা ফুল রাখি মায়ের পা'য়
লাগাই কত স্বর্ণাভরণ মৃণ্ময়ী মা'র গা'য়।
দেবতা কি পূরে মনস্কাম?
জননীকে ভুলে গিয়ে মন্দিরে প্রণাম।
আত্মশুদ্ধি রুখে অবক্ষয়
শুভকর্মের মধ্য দিয়ে রাখবো পরিচয়।
আগলে রাখে তাঁর কল্যাণী কর
অহৈতুকী ভালবাসায় ভরা তাঁর অন্তর।