.         সৃষ্টির মূলে নারী

হৃদয়ে নিহিত আছে কত রূপ তাঁর
         আঁখি দুটি মায়াময়
         বিপদে কাটায় ভয়
   নারীর বিশ্বজয় একটি আধার।

কখনো জননী সে যে কখনো দুহিতা
          স্নেহসুধারস ঝরে
          ভরা আছে অন্তরে
অহরহ চোখে পড়ে সকলে জানি তা।

জায়ারূপে প্রতি সাথে কাটায় জীবন
          সুখের সৌধ গড়ে
           স্বামীর হস্ত ধরে
দুখ-সুখ ভাগ করে একীভূত মন।

নারীর আকাশ জয় কখনো সেনানী
          আবার ধাত্রী রূপে
          কাজ করে নিশ্চুপে
  যমের অন্ধকূপে দড়ি টানাটানি।

জগত বাঁচাতে চাই নর আর নারী
       প্রেম-প্রীতি-ভালোবাসা
       নারীরা জোগায় আশা
   ছড়ায় বিঘ্ননাশা শান্তির বারি।

@ জয়শ্রী কর