সঙ্ঘবদ্ধ কাক
জয়শ্রী কর
কুচকুচে কালো রং কর্কশ রব
ফেলনা খাবার পেলে মহা উৎসব।
দাঁড়কাক-পাতিকাক কতনা প্রজাতি
কা-কা রবে মুখরিত পোহাইলে রাতি।
সমাজবন্ধু ওরা চালাক চতুর
ছোঁ মেরে খাবার নিয়ে উড়ে যায় দূর।
আজকাল শহরেই বেশি দেখা যায়
ঝোপঝাড় জঙ্গলে রাত্রি কাটায়।
কোকিলারা ডিম পাড়ে কাকের বাসায়
বংশবৃদ্ধি ঘটে পরে উড়ে যায়।
যেখানেই মানবেরা করে বসবাস
সেখানেই উড়ে আসে পায় আশ্বাস।
বিপদ ঘটলে পরে দলবেঁধে আসে
কা কা রবে ডেকে ওঠে ওড়ে আশেপাশে।
বাঁকা ঠোঁটে ঠোকরায় পাকা ফলে গাছে
বায়স শিকারী পাখি, ছানা পেলে কাছে।
কখন খাবার পড়ে ওঁত পেতে থাকে
প্রকৃতিতে পরিচিত চেনে এক ডাকে।
কোকিল গায়ক পাখি বায়স তা নয়
বুঝতে পারে না কাক কোকিলের জয়।
© জয়শ্রী কর