খোঁজ ১
সংক্রমিত হবার ভয়ে বন্দিজীবন কাটে
হঠাৎ তোমার দেখা পেয়ে চিত্তে খুশি জাগে
খোঁজ করেও পাইনি খবর ন'মাস পরে দেখা
স্মৃতিগুলো উস্কে দিতে রাঙল এ' মন ফাগে।
খোঁজ ২
ও' দাদাভাই ফেসবুকে খোঁজ পাচ্ছি তোমার পেজে
নাইবা হলাম মুখোমুখি দেখছি তোমার ছায়া
বিশ্ব এখন হাতের মুঠোয় নতুন সুরে টানে
ঝরনা ধারায় যাচ্ছি ভেসে যেন অলীক মায়া।
#জয়শ্রী কর