সবই প্রভুর কৃপা
জয়শ্রী কর

পথ চলতে হাতড়ে বেড়াই লাগছে বড়ই একা
দিনের পরে রাত্রি কাটে পাইনে কারও দেখা।
বান্ধবেরা হল বিমুখ
হতে পারে কিছু ভুলচুক
চিত্তবীণায় সুর তুলে যায় আমার এসব লেখা
পথ চলতে হাতড়ে বেড়াই লাগছে বড়ই একা।

পথ চলতে হাতড়ে বেড়াই লাগছে বড়ই একা
বিচার করা যায় না নিজে আপন ভাগ্যরেখা।
জীবন মানে আলো-ছায়া
কান্না-হাসি-মোহ-মায়া
ভক্তি-নিষ্ঠা ভালো-মন্দ সমাজ থেকে শেখা।
পথ চলতে হাতড়ে বেড়াই লাগছে বড়ই একা।

পথ চলতে হাতড়ে বেড়াই লাগছে বড়ই একা
আমার বলে নেইকো কিছু শুনছি কুহু কেকা।
পৃথিবীময় হাসি আর গান
এ সবই তো ঈশ্বরের দান
ব্যাকুল হয়ে ডাকি তাঁরে পাইনে তবু দেখা।
পথ চলতে হাতড়ে বেড়াই লাগছে বড়ই একা।

© জয়শ্রী কর