শিউলি শরৎ
জয়শ্রী কর
কী বারতা দিতে আজ জাগালে আমারে
নীলকাশে পেঁজা তুলো ভাসে যেন ভেলা
শারদ-প্রাতের গান বাজে বীণা-তারে
সারাটা উঠোন জুড়ে শেফালির মেলা।
আকুল পাগল-পারা ঝরে পড়া তারা
বাহারি রূপের ছটা সুমধুর ঘ্রাণ
প্রভাত হলেই ঝরা প্রাকৃতিক ধারা
প্রজাপতি মধুকর গেয়ে যায় গান।
অপলকে চেয়ে থাকি আমি ওর পানে
মুঠো মুঠো ফুল নিয়ে খুশি রেণু মেখে
প্রজাপতি উড়ে যায় কোথায় কে জানে!
দিনমণি সারাদিন যায় ছবি এঁকে।
মেঘ এসে ঢেকে দেয় ওকে মাঝে মাঝে
পাখিরা শোনায় গান শেফালিকা ভুঁয়ে
সুরভিত সুষমায় আগমনি বাজে
বৃন্তচ্যুত যত ফুল নিরালায় শুয়ে ।
ঝরাফুল দিয়ে গাঁথি ওখানেই মালা
হিমানি মাখানো প্রাতে আকাশের হাসি
ফুল ও চন্দনে সাজাই পূজার থালা
পরাব এবার গলে মা কে ভালোবাসি।