শীতের কামড়
জয়শ্রী কর
শীতের কামড় লাগছে গায়ে
চাদর কোথায় পাই
একটুখানি ওমের আশায়
রান্নাঘরে যাই।
ভোরের বেলা জুবুথুবু
ঠাণ্ডা-জলে ভয়
অরুণকিরণ লাগলে গায়ে
বড়ই আরাম হয়।
মাঘের শীতে কাঁপছে পাতা
কাঁপছে শহর-গাঁ
শীতের পোশাক জড়িয়ে গায়ে
চাই যে গরম চা।
শীতকালেই তো বইয়ের মেলা
কিনছে নতুন বই
কবিতাপাঠ খাওয়া-দাওয়া
মাঠজুড়ে হইচই।
হিমেল বাতাস কানে কানে
নতুন খবর দেয়
কদিন পরেই শ্রীপঞ্চমী
নজর কেড়ে নেয়।
© জয়শ্রী কর