শিক্ষাব্রতী বিদ্যাসাগর
জয়শ্রী কর
শিক্ষাব্রতী বিদ্যাসাগর
গর্ব জননীর,
সরস্বতীর বরপুত্র
অভীষ্ট তাঁর স্থির।
দেশের কাজে ব্যস্ত সদা
মাতাঅন্তপ্রাণ,
নারীশিক্ষা স্কুল প্রতিষ্ঠা
মহান অবদান।
প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগে
জ্ঞানের নতুন রূপ,
দীনদরিদ্রদের আশ্রয়স্থল
বিধাতা স্বরূপ।
ব্যথায় কাতর বিধবাদের
মোছায় নয়ন জল,
শৌর্যে বীর্যে পরাক্রমে
মহিমা উজ্জ্বল।
বৃত্তির টাকা বিলিয়ে দিতেন
দীন দুঃখীর সেবায়,
স্মরণীয় ওই অবদান
বিরল এই ধরায়।
মানবতার মূর্ত প্রতীক
দরদি এক প্রাণ,
অমর হয়ে রইবে ধরায়
বিদ্যাসাগর নাম।