সিগন্যাল
জয়শ্রী কর
সিগন্যাল পেলে তবেই চালক
এগিয়ে যাওয়ার অনুমতি পায়
হুইশেল দিয়ে চালু করে গাড়ি
স্থির লক্ষ্যের পথে নিয়ে যায়।
ঝড়-বন্যার আভাস পেলেই
সুরক্ষা দিতে আগাম প্রচার
সময় থাকতে সাবধান হয়
এতে মানুষের হয় উপকার।
শিশু-ক্রন্দনে জননী আকুল
বুঝতে পারে মা শিশুর চাহিদা
মায়ের সঙ্গে নাড়ির যে যোগ
তাইতো থাকে না একটুও দ্বিধা।
মুঠোফোনে যেই রিংটোন বাজে
হ্যালো হ্যালো বলে বিলম্ব নয়
দরকারি কোনো খবর এসেছে
সুখদুঃখের কথা বিনিময়।
পুবের আকাশে সূর্য যখন
প্রতিদিন প্রাতে আঁখি মেলে চায়
তার আগে পাখি বাসা ছেড়ে ওড়ে
নতুন আলোয় পথ খুঁজে পায়।
পৃথিবীর চাকা ঘুরতেই থাকে
সোনালি আলোয় ধন্য ভুবন
এমনি করেই রাত কেটে যায়
বাঁচিয়ে রেখেছে সারাটা জীবন।
© জয়শ্রী কর